দৈনিক তালাশ.কমঃ ২০০১ সালের ১৬ই জুন নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় আওয়ামী লীগ অফিসে বোমা হামলায় নিহত শহর ছাত্রলীগের সভাপতি সাইদুল হাসান বাপ্পী’র ২২তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে শহীদ বাপ্পীর স্মরনীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ই জুন) দুপুরে রানা’র বন্ধু মহলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।দোয়া মাহফিলে শহীদ বাপ্পীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করেন বাপ্পী’র ছোট ভাই ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর কামরুল হাসান মুন্নাসহ শহীদ বাপ্পীর সকল বন্ধু মহল।এসময় আরও উপস্থিত ছিলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পঞ্চায়েত প্রধানগণ।