দৈনিক তালাশ.কনঃমঙ্গলবার (১৩ জুন) সকাল ৮টা থেকে উপজেলার আউখাব এলাকার রবিনটেক্স নামের পোশাক কারখানায় শ্রমিকদের মাঝে এই অসন্তোষ দেখা দেয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল সাড়ে ১০টা) শ্রমিকদের বিক্ষোভ চলছে।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এএফএম সায়েদ বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে ভিযোগ করে বিক্ষুব্ধ শ্রমিকরা জানান কারখানাটিতে ৬ থেকে ৭ হাজার শ্রমিক কাজ করেন।গত দুই মাসের বকেয়া বেতন ও ভাতা আটকে রেখেছে মালিকপক্ষ।এ পর্যন্ত ৪ দফা মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের কথা হলে আশ্বাস দিয়েও বেতন-ভাতা পরিশোধ করা হয়নি।এ প্রসঙ্গে কারখানার প্রশাসনিক জিএম আদনান বলেন।মালিকের সঙ্গে কথা হয়েছে।শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করে দেওয়া হবে।অপরদিকে এ প্রসঙ্গে ওসি এএফএম সায়েদ বলেন মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে আজকে অর্ধেক বেতন-ভাতা দিয়ে দেবে।আগামী বৃহস্পতিবার বাকিটা পরিশোধ করে দেওয়া হবে।