দৈনিক তালাশ.কমঃ শহীদুল ইসলাম টিটুকে সভাপতি ও এডভোকেট আব্দুল বারী ভুইয়াকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী দল বিএনপির ফতুল্লা থানা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।সম্মেলনের মধ্য দিয়ে মঙ্গলবার (১৩ জুন) দুপুরে এই আংশীক কমিটি গঠন করা হয়। সেখানে সাংগঠনিক সম্পাদক করা হয় রিয়াদ মো. চৌধুরীকে।নারায়ণগঞ্জের ফতুল্লার দেলপাড়া এলাকায় এই সম্মেলনের আয়োজন করে বিএনপির ফতুল্লা শাখার নেতাকর্মীরা।সেখানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মুহাম্মদ গিয়াসউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন।এর আগে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি ফতুল্লা থানা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত করে নতুন করে ৫১সদস্য বিশিষ্ঠ নতুন আহ্বায়ক কমিটির ঘোষলা দিয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।সেই কমিটিতে শহীদুল ইসলাম টিটুকে আহ্বায়ক ও এডভোকেট আব্দুল বারী ভুইয়াকে সদস্য সচিব করা হয়।