দৈনিক তালাশ.কমঃ মঙ্গলবার ১৩ জুন ২০২৩ সিদ্ধির গঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গণপরিবহনে চাঁদাবাজি কালে ৯ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের সদস্যরা।গ্রেপ্তারকৃতরা হলো মো. দুলাল (৩২), সাদ্দাম হোসেন (২৫), মো. আলামিন (১৮), মো. জামির হোসেন (২২), মো. সাদ্দাম (২১), মো. হাসান (২৫), মো. জসিম (৩২), মো. সেলিম (২৭) ও মো. হাসান (১৮)। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজি কার ৩৮৭৮ টাকা জব্দ করে হাইওয়ে পুলিশ।সোমবার (১২ জুন) দুপুরে মহাসড়কের কাঁচপুর ব্রীজের পশ্চিম ঢালে শিমরাইল বায়েজিত হোটেলের সামনে থেকে চাঁদাবাজি করাকালে তাদের গ্রেপ্তার করা হয়।শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ এ. কে. এম. শরফুদ্দীন এর সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।