দৈনিক তালাশ.কম: নারায়ণগঞ্জ চাষাড়া নগরীত এক টি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ভুয়া ডাক্তারকে এক বছরের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার (১১ জুন) দুপুর ১টায় চাষাঢ়াস্থ গ্রীণ লাইফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে অভিযান চালায় গোয়েন্দা সংস্থা এন.এস.আই কর্মকর্তারা। এ সময় ডায়াগনস্টিক সেন্টারের ৬নং কক্ষে চর্ম ও যৌন বিষয়ক ডাক্তার মো. সাইদুল ইসলামকে চিকিৎসা দেয়ার সময় হাতেনাতে আটক করা হয়। এতে ডাক্তার হওয়ার বিভিন্ন কাগজপত্র দেখতে চাইলে তিনি প্রাকটিস করার কথা স্বীকার করেন।
পরবর্তীতে দুপুর ২টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান খানমের নেতৃত্ব ভ্রাম্যমাণ আদালত ভুয়া এমবিবিএস প্রমাণিত হওয়া তাকে ১ বছরের বিনা সশ্রম কারাদণ্ড প্রদান এবং গ্রীণ লাইফ ডায়াগনস্টিক সেন্টারকে ডাক্তার ও নার্সদের বায়োডাটা সংরক্ষণ না করার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন পক্ষে ডাক্তার একেএম মেহেদী হাসান ব্রিফিংয়ে এসব তথ্য জানান।