দৈনিক তালাশ.কমঃ শনিবার (১০ জুন) ভোর ৬টায় সদর উপজেলার নিমনগর শেখপুরা এলাকার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবক হলো ওই এলাকার সৈয়দ জামালের ছেলে সাকিব (২০)।
পরিবার সূত্রে জানা যায়
শুক্রবার রাতে খাওয়া শেষে স্ত্রীসহ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন তিনি। পরে ভোরে স্ত্রীর ঘুম ভাঙলে কক্ষে স্বামীর ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ দেখতে পেয়ে চিৎকার করে।’
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) অমিত কুমার দেব জানান
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।
ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।’