শুক্রবার ৯ জুন রাতে চাপরাশিরহাট শেখ রাসেল স্মৃতি সংসদের সামনে ঝাড়ু মিছি

দৈনিক তালাশ.কমঃ নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করা হয়েছে জানা যায়,চেয়ারম্যান সাহাব উদ্দিন মিথ্যা মামলা দিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা আতিক উল্যাহ সহ কয়েকটি নিরীহ ছেলেকে হয়রানি করছে এবং তার দায়েরকৃত মামলায় ইতোমধ্যে ৩ জন নিরপরাধ ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে বলে বিক্ষোভকারীদের অভিযোগ।শুক্রবার ৯ জুন রাতে চাপরাশিরহাট বাজারের শেখ রাসেল স্মৃতি সংসদের সামনে থেকে ঝাড়ু মিছিলটি  বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শেখ রাসেল স্মৃতি সংসদের সামনে গিয়ে শেষ হয়।পরে ওই স্থানে একটি বিক্ষোভ সমাবেশ করে তারা।উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন,ধানশালিক ইউনিয়নের চেয়ারম্যান সাহাব উদ্দিনের মেয়েকে ইভটিজিং করার অভিযোগ এবং তার ছেলেকে মারধর করা হয়েছে এমন অভিযোগ তুলে থানায় মামলা দায়ের করে কিছু নিরীহ মানুষকে হয়রানি করছেন ওই চেয়ারম্যান।

রাজনৈতিক প্রতিহিংসার কারণে তিনি সামান্য একটি বিষয়কে বড় করেছেন। আমরা চাই দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহার করে নিবেন ওই চেয়ারম্যান।এ সময় বক্তারা আরও বলেন‘ ইতোমধ্যে সাহাব উদ্দিন চেয়ারম্যানের ছেলের নেতৃত্বে কিশোর গ্যাং’র হামলায় গুরতর আহত নিরিহ দীপুর বাবা বাদী হয়ে কবিরহাট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।

আমরা প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি অতিদ্রুত দীপুর ওপর হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম রফিক জানান,সাহাব উদ্দিন চেয়ারম্যান মারামারির ঘটনায় একটি মামলা দিয়েছেন সেই মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।তার ভাতিজি বাদী হয়ে একটি ইভটিজিং মামলা দায়ের করেছেন।এছাড়াও দীপুর বাবার একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি সেটি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *