বন্দরে অটো গ্যারেজ থেকে রাজমিস্ত্রি কর্তৃক মিশুক চুরির অভিযোগ

দৈনিক তালাশ.কমঃ বন্দরে অটো গ্যারেজ থেকে কৌশলে একটি মিশুক গাড়ী চুরি করে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে সুমন (২৪) নামে এক রাজমিস্ত্রি বিরুদ্ধে। শুক্রবার (৯ জুন) রাত ৮টায় বন্দর উপজেলার মালিবাগস্থ দৌলতপুরস্থ জনৈক শফিকুল ইসলামের অটো গ্যারেজে এ চুরি ঘটনাটি ঘটে। রাজমিস্ত্রী সুমন বগুড়া জেলার ধুপচাটিয়া থানার চান্দইল কারিগড় পাড়া আমিনুল মিয়ার ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় শাহীন আলম বাদী হয়ে শনিবার (১০ জুন) দুপুরে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার সেলিমাবাদ এলাকার জায়েদুল ইসলামের ছেলে শাহীন আলম গত ৪ বছর ধরে বন্দরে মালিবাগস্থ দৌলতপুর এলাকায় বসবাস করে সেখানে রাজমিস্ত্রী কাজ করে আসছে। বাদী যেখানে বসবাস করে সেখানে জনৈক শফিকুল ইসলামের একটি অটো গ্যারেজ রয়েছে। গত ১ বছর ধরে বগুড়া জেলার ধুপচাটিয়া থানার চান্দইল কারিগড় পাড়া আমিনুল মিয়ার ছেলে সুমনও অভিযোগকারীর সাথে উল্লেখিত স্থানে রাজমিস্ত্রী কাজ করে আসছে। এর ধারাবাহিকতায় গত শুক্রবার ( ৯জুন) রাত ৮টায় রাজমিস্ত্রি সুমন বাদী শাহীন আলমের নাম করে উল্লেখিত অটো গ্যারেজ থেকে একটি মিশুক গাড়ী চুরি করে পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *