দৈনিক তালাশ.কমঃ শনিবার (১০ জুন) দুপুরে ফতুল্লার দক্ষিন সস্তাপুর এলাকার যাত্রারমাঠ সংলগ্ন খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। এরপর পুলিশ এসে ময়না তদন্তের জন্য লাশটি ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে নিয়ে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান,যাত্রারমাঠ এলাকায় ঝুটের গোডাউনে কাজ করেন সুমন ও তার স্ত্রী মিনারা। তাদের ১৬ মাস বয়সী শিশু সন্তানকে কাজের সময় কাছেই রাখেন।শুক্রবার বৃষ্টির সময় সুমাইয়া খালের পানিতে পড়ে যায়। তখন খালের পানিতে স্রোত থাকায় তাৎক্ষনিক প্রায় ২৫/৩০জন লোক নেমে খোঁজাখুজি করে পায়নি।শনিবার সকাল থেকে প্রায় অর্ধশতাধীক লোক খালের পানিতে নেমে ব্যাপক খোঁজাখুজি করতে থাকে। এরপর দুপুর সোয়া ১টায় কচুরী পানার মধ্যে ডুবন্ত অবস্থায় দেখতে পেয়ে শিশুটিকে উদ্ধার করে।ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসিন জানান,ময়না তদন্তের পর লাশটি শিশুর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।