দৈনিক তালাশ.কমঃ ফতুল্লার পাগলা থেকে এক দিনে দুই কিশোরী নিখোঁজ হয়েছে বলে জানা গেছে।নিখোঁজ কিশোরীরা হলো ফতুল্লা মডেল থানার পাগলা দেলপাড়ার মোঃ ফারুকের মেয়ে লামিয়া (১৪) ও একই এলাকার কলেজ মোড়ের ইসমাইলের মেয়ে সামিয়া (১৫) দুই কিশোরী নিখোঁজের ঘটনায় ফতুল্লা মডেল থানায় পৃথক পৃথক দুটি সাধারন ডায়েরী করেছে নিখোঁজ কিশোরীদের পরিবার।
সাধারন ডায়েরীর সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ জুন) সকাল সাতটার দিকে দেলপাড়া একতা সোসাইটি বাড়ীর সামনে থেকে নিখোজ হয়। পরে বিভিন্ন স্থানে খোঁজ করে না পেয়ে নিখোঁজ কিশোরী সামিয়ার মা হামিদা বেগম বাদী হয়ে বুধবার ফতুল্লা মডেল থানায় সাধারন ডায়েরী (নং-৫০৩) করেন।
অপরদিকে একই দিনে বিকেল পাচটার দিকে নুরবাগ বাসার সামনে থেকে নিখোঁজ হয় লামিয়া।এ বিষয়ে নিখোঁজ লামিয়ার বাবা মোঃ ফারুক বাদী হয়ে ফতুল্ল মডেল থানায় সাধারন ডায়েরী(নং- ৪৬৫) করেন।