দৈনিক তালাশ.কমঃফতুল্লায় ডাকাতির প্রস্ততিকালে সড়ক পথের ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ বুধবার দিবাগত মধ্যরাতে ফতুল্লার ভোলাইল মিস্টি দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।এ সময় তাদের নিকট থেকে একটি রামদা, একটি কিরিচ,একটি চাইনিজ কুড়াল ও একটি দেশীয় কুড়াল উদ্ধার করে পুলিশ।গ্রেফতারকৃতরা হলো- পুত্র রাহাতুল ইসলাম রিয়াদ(২০), মেহেদী (১৯), শান্ত(২২) ও আপন হোসেন(১৯)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত তিনটার দিকে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক শহীদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ভোলাইল মিস্টির দোকানের সামনের ফাঁকা জায়গায় ১০-১২ জন ডাকাত দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্ততিকালে ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করে। তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ফাহিম(২৫), সোহাগ(২২) সহ ডাকাত দলের অপর সদস্যরা।
ফতুল্ল মডেল থানার উপ-পরিদর্শক শহীদুল ইসলাম জানায়, পুলিশ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছ। ডাকাত দলের পলাতক অপর আসামীদের গ্রেফতার অভিঢ়ান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।