ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর

দৈনিক তালাশ ডটকম :সম্মানিত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ,বাংলাদেশ মহোদয়ের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ পুলিশে কর্মরত সকল পুলিশ/নন-পুলিশ সদস্যদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা সুবিধা বৃদ্ধির পাশাপাশি বে-সরকারি হাসপাতালসমূহ থেকেও পুলিশ সদস্যগণ যাতে চিকিৎসা সেবা নিতে পারে সে জন্য নির্দেশনা প্রদান করেছেন।সেলক্ষ্যে বাংলাদেশের বে-সরকারি খাতে স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান ল্যাবএইড গ্রুপের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত গৃহীত হয়।এরই ধারাবাহিকতায় অদ্য ০৬ জুন ২০২৩ তারিখে পুলিশ হেডকোয়ার্টার্সের সুরমা সম্মেলন কক্ষে ডিআইজি (ফিন্যান্স) এর সভাপতিত্বে চিকিৎসা সেবার উপর ডিসকাউন্ট প্রদান সংক্রান্ত বাংলাদেশ পুলিশ ও ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।উক্ত সমঝোতা স্মারক অনুযায়ী বাংলাদেশ পুলিশে কর্মরত পুলিশ/নন-পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের (স্ত্রী/স্বামী,সন্তানাদি,পিতা-মাতা) চিকিৎসা ব্যয়ের উপর নিম্নোক্ত হারে ডিসকাউন্ট সুবিধা পাবেন।সকল ধরনের প্যাথোলজি ও বায়োকেমিস্ট্রি টেস্টের উপর ভর্তিকৃত রোগীর বেড চার্জের উপর-ঢাকাস্থ ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল,ল্যাবএইড স্পেশালাইজড্ হাসপাতাল,ল্যাবএইড ক্যান্সার হাসপাতালসহ সারাদেশের জেলা ও মহানগরে অবস্থিত ল্যাবএইডের সকল শাখা/ডায়গনস্টিক সেন্টারে পুলিশ আইডি কার্ড প্রর্দশন করতঃ এই সুবিধা পাওয়া যাবে।সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন এআইজি(হেলথ,ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন)বাংলাদেশ পুলিশ,পুলিশ হেডকোয়ার্টার্স,ঢাকা।শীঘ্রই বাংলাদেশ পুলিশের সকল ইউনিটে পত্র প্রেরণ মারফত অত্র বিষয়ে অবহিত করা হবে।উল্লিখিত ডিসকাউন্ট সুবিধার বিষয়ে কোনরূপ জটিলতা দেখা দিলে ফোকাল পয়েন্ট কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার (হেলথ, ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন,পুলিশ হেডকোয়ার্টার্স,ঢাকা মোবাইল-০১৩২০০০২১১৬ এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *