দৈনিক তালাশ ডটকম : ফতুল্লায় বুধবার (৭জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ফতুল্লার সরদার বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।নিহতের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার বড়ডালিমা গ্রামে। নারায়ণগঞ্জের ভুইঘর এলাকায় ভাড়া থাকতেন।
নিহতের ছেলে আমিনুল ইসলাম বলেন, আমার বাবা পেশায় নির্মাণ শ্রমিক। তিনি ফতুল্লার সরদার বাড়ি এলাকায় একটি বাড়িতে কাজ করার সময় কেঁচি গেট ভেঙে তার শরীরের ওপর পড়ে। এতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।