দৈনিক তালাশ ডটকম : বুধবার(৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার ভোলাইল গেউদ্দার বাজারে এলাকায় এ ঘটনা ঘটে নিহতরা হলেন-ছালেহা বেগম ও তার ছেলে আব্দুর রহিম। নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.গোলাম মোস্তফা জিএম বিষয়টি নিশ্চিত করেছেন ছালেহা বেগমের ছোট ছেলে আব্দুর জব্বার জানান, সন্ধ্যায় তার ছোট বোন মালেকা বসত ঘরের টিনের সঙ্গে পেঁচানো জিআই তারে কাপড় শুকাতে দেয়।এ সময় তারে বিদ্যুৎ চলে এলে ছোট বোন চিৎকার দেয়।ছালেহা ও রহিম তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।পরে আশপাশের লোকজন তিন জনকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যান।সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।গুরুতর আহত মালেকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।