জেলা আইনজীবী সমিতির ক্রমাগত দাবির মুখে সরকার ইতিমধ্যেই পরিবেশ আদালত ও শ্রম আদালতকে নারায়ণগঞ্জে স্থানান্তর করেছে

দৈনিক তালাশ ডটকম : বিজ্ঞ শ্রম আদালত নারায়ণগঞ্জ এই প্রথম ওকালত নামা যার নাম্বার ০০০০১ আজ সকালে সেলিম ওসমান বার ভবন থেকে জেলা আইনজীবী সমিতির সভাপতি এড ভোকেট হাসান ফেরদৌস জুয়েলের কাছ থেকে গ্রহণ করছেন চায়না- বাংলা সিরামিক ইন্ডাস্ট্রি লি:(সিবিসি টাইলস) এর সহ-আইন উপদেষ্টা ও জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মোস্তফা করিম।নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ক্রমাগত দাবির মুখে সরকার ইতিমধ্যেই পরিবেশ আদালত ও শ্রম আদালতকে নারায়ণগঞ্জে স্থানান্তর করেছেন দুই মাসেরও অধিককাল যাবত নারায়ণগঞ্জে শ্রম আদালত কাজ করছিল। কিন্তু এখানে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির কোন নিয়ন্ত্রণ ছিল না।

গত মাসের শেষ দিকে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি এর সভাপতি হাসান ফেরদৌস জুয়েলের নেতৃত্বে নারায়ণগঞ্জ শ্রম আদালতের দায়িত্বে নিয়োজিত বিজ্ঞ যুগ্ম জেলা জজ মহোদয়ের সাথে সাক্ষাৎ করে এই আদালতের কিছু অনিয়ম দূর করেন এবং নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির মাধ্যমে ওকালতনামা সরবরাহের বিষয়টি নিশ্চিত করেন। তারই ধারাবাহিকতায় আজ প্রথম ওকালতনামাটি বিতরণ করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *