দৈনিক তালাশ ডটকম : রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক অভিযানে বিদেশী পিস্তল ও গুলিসহ ৪ জন আসামী গ্রেফতার গত ০৪/০৬/২০২৩ খ্রিঃ ১৮.৩০ ঘটিকার সময় রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া উপজেলা মোড়ে ডালিম মেম্বারের অফিসের পাশে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে মুড়াপাড়া এলাকার রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১টি পিস্তল, ৩টি তাজা কার্তুজ, ১টি ম্যাগজিন, ১টি ড্যাগার (বড় চাকু), ১টি চাইনিচ কুড়াল, ১টি লোহার পাইপ উদ্ধারসহ ৪ (চার) জন আসামী গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের নামঃ ০১।মোঃ সাব্বির (২৪) পিতা-মোঃ বাদল মিয়া, সাং-মিরগদাই, থানা-রুপগঞ্জ, জেলা- নারায়নগঞ্জ ০২। রমজান আলী (৩৪) পিতা-আব্দুল মান্নান, সাং- মাছিমপুর থানা- রুপগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ ০৩। শাওন (২৪) পিতা-আলম, সাং- মাছিমপুর থানা- রুপগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ ০৪। আব্দুল হামিদ (২০) পিতা-লাল মিয়া সাং-মাছিমপুর থানা- রুপগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ।