দৈনিক তালাশ ডটকম : মাদকের ভায়ানক ছো বলে যুবসমাজ ধ্বংসের পথে নারায়নগঞ্জ এনায়েত নগর ইউনিয়ন ফতুল্লা থানা মাসদাইর গুদারা ঘাট এলাকায় ৭ নং ওয়ার্ডে চলছে নষ্ট ফারুকের জম জমাট মাদক ব্যবসা একাধিক সেলম্যান তার ১ নং হাতিয়ার মাসদাইর গুদারা ঘাট এলাকার মোড়ে,রাজিব প্রতিনিধ প্রতিনিয়তই লজ্জার গুতারা ঘাট মোড় হিরোইন ইয়াবা ও গাজার জমজমাট ব্যবসা ধরাছোঁয়ার বাইরে নষ্ট ফারুক,এলাকাবাসী জানায় মাসদাইরে ছিন্তাই থেকে শুরু করে ডাকাতি চুরি সহ নানা অপকর্মের সাথে জড়িত রয়েছে,নষ্ট ফারুক,রাজিবের সেলটারে চলছে মাদক ব্যবসা মাদক সেবন করিয়ে করাছে,ছিনতাই,চুরি, ডাকাতি,হত্যা সহ নানা অপরাধ। তাছাড়া মাসদাইর গুদারাঘাট এলাকায় মাদক মাদকসম্রাজ্ঞী পারুলির জমজমা মাদকব্যবসা দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে পারুলি তার সন্ত্রাসী বাহিনী দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে হিরোইন গাঁজার বাণিজ্য ধরাছোঁয়ার বাইরে পারুলি ও তার সহযোগী কিশোর গ্যাং এর সন্ত্রাসীরা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে হিরোইন ও গাঁজার ওপেন স্পট মাদক সম্রাজ্ঞী পারুলির,মাদক ব্যবসার সেল্টার দাদা(রাজিব)তার ছোটো ভাই চিহ্নিত ছিনতাই কারি হত্যা মামলার আসামি (রাকিব)মাদক ব্যবসায়ী চিহ্নিত ছিনতাই কারী( চশমা সাব্বির) কিশোরগ্যাং লিডার (পারভেজ) দের মতো সন্ত্রাসীরা ধরাছোঁয়ার বাইরে,এই অপরাধীরা এদের গ্রেফতারের দাবী জানায় এলাকাবাস।