দৈনিক তালাশ ডটকম : এনায়েতনগর ইউনিয়ন এর মাসদাইরে কিশোরগ্যাং লিডার ও ফেনসিডিল,ইয়াবা, গাজা ব্যবসায়ী সাঈদ ও তার সহযোগি মাদক ব্যবসায়ীরা মাসদাইর গুদারা ঘাট এলাকায় বাদি মোঃ শহিদ মিয়া পিতা মেজবাহ উদ্দিন মা জাহানারা বেগম,জাতীয় পরিচয় পত্র ৫০৫৭১৭৯৫৯৯ সাং তনয়ের বাড়ি মাসদাইর গুদারা ঘাট জেলা নারায়ণগঞ্জ পোস্ট অফিস এনায়েত নগর থানা ফতুল্লা থানায় হাজির হইয়া বিবাদী সাঈদ(২৫)পিতা মনির হোসেন সাং পতেঙ্গা মোড় সংলগ্ন আবুল মিয়ার বাড়ি ভাড়াটিয়া সাঈদ সহ অজ্ঞাত আরো ১৫-১৬ জনের নামে ফতুল্লা থানায় অভিযোগ ৫০ হাজার টাকা চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকি ভাই ভাই অটোর গ্যারেজ ভাঙচুর ও লুটপাটের আভিযোগ ০৩/০৬/২০২৩/ ইং তারিখ ০৭.৩০ ঘটিকার সময় উক্ত বিবাদী ০৯.৩০ মিনিটের সময় অজ্ঞাত ১৫-১৬ জনের দেশীয় অস্ত্র নিয়া আমার অটো গেড়েজে থাকা ১১ টি অটো গাড়ি ভাঙচুর করে, যার মূল্য একটি অটো ১,২০,০০০ এক লক্ষ বিশ হাজার টাকা,তাছাড়া আমার গ্যারেজের ম্যানেজার মোঃ জাহাঙ্গীর(৩৭) মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে গ্যারেজের ক্যাশ থেকে ৩৫ হাজার টাকা ও অটো গাড়ির তিনটি চার্জার বিবাদী জোরপূর্বক লুট করে নিয়ে যায় সন্ত্রাস চাঁদাবাজ মাদক ব্যবসা সহ নানান অপকর্মের মূল হোতা,সাঈদ,
মাসদাইর পতেঙ্গার মাঠে চলছে কিশোরগ্যাং লিডার সাঈদেরও তার অন্যতম সহযোগী মাদক ব্যবসায়ী সাবু কে গ্রেফতার করেছে পুলিশ ফতুল্লা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে মাসদাইর বেকারীর এলাকা চুন্নু ফেক্স এর দোকানের সামনের পাকা রাস্তা থেকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতার কৃতদের কাছ থেকে ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার মাসদাইর গোদারাঘাট এলাকার মৃত নজরুল ইসলামের পুত্র সাবু সহ আরো ৩ জন কিশোরগ্যাংএর মূল হোতা ও মাদক সম্রাট সাঈদ চিহ্নিত মাদক ব্যবসায়ীরা ফেনসিডিল ও গাঁজা ইয়াবা সহ সকল মাদক প্রকাশ্যে বিক্রি করার অভিযোগ রয়েছে এসব অভিযোগে তাদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানা একাধীক মামলা রয়েছে বলেও জানাগেছে।এছাড়াও মাসদাইর গুদারাঘাট এলাকায় মাসুম বিল্লাহ নামে আরও এক ব্যক্তির নামে মাদক ব্যবসার অভিযোগ পাওয়া গেছে। ঐ এলাকার চিহ্নিত এ মাদক ব্যবসায়ী কিশোরগ্যাং দ্বারা তার এ মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছে বলে খবর পাওয়া গেছে।এসব মাদক বিক্রিতে দের সহযোগীতা করছে রাকিব, তুষার ও চশমা সাব্বিরসহ একাধীক কিশোরগ্যাং লিডার বর্তমানে এসব কিশোরগ্যাং লিডারদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকার সাধারণ জনগণ। তারা এসব গ্যাং লিডার ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে এলাকাবাসী।