বন্দরে শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধকালীণ বীরত্ব গাঁথা ইতিহাস শোনালেন বীর মুক্তিযোদ্ধারা 

দৈনিক তালাশ ডটকম : বন্দর প্রতিনিধিঃ বন্দরে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরতে বীর মুক্তিযোদ্ধারা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের শুনালেন মুক্তিযুদ্ধের বীরত্ব গাঁথা ইতিহাস। রোববার (৪ জুন) বিকেলে বন্দর উপজেলা মিলনায়তনে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের আওতায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এ অনুষ্ঠানের আয়োজন করেন। জামুকার পরিচালক শাহ আলম সরদার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

বন্দর উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরত এ খুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের পরিচালক ড. মোঃ নূরুল আমিন, বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, ছালিমা হোসেন শান্তা, বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিষা রাণী কর্মকার, বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনান বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জসিম আহমেদ তোতা, বন্দর ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ মিয়া, ধামগর ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াদুদ মাস্টার।
পরে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ১০ জনকে পুরস্কার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *