দৈনিক তালাশ ডটকম : আকাশে কত তারা আছে,কখনো গোণার চেষ্টা করেছি? যদি আজকে গণনা শুরু করি তাহলে কমপক্ষে ছয় হাজার বছর লাগবে শুধু আমাদের গ্যালাক্সির তারা গুণে শেষ করতে। পৃথিবী হতে সূর্য ১৩ লক্ষ গুণ বড়। আবার ব্যাটেল জিউস নামে একটি তারা আছে যা সূর্য থেকেও ৩৩ কোটি গুণ বড়! তাহলে ব্যাটেল জিউস তারাই কি সবচেয়ে বড়? উত্তর হল- না। এর চাইতেও কত বড় বড় তারা যে রয়েছে তার কোন হিসেব নেই। এই বিশাল বিশাল তারাগুলো যখন ঘুরতে ঘুরতে ব্ল্যাকহোলের রেঞ্জের মধ্যে চলে আসে তখন ছোট্ট বাচ্চা যেমন চকলেট মুখে দিলে চুষতে চুষতে নি:শেষ করে ফেলে তেমনি এই তারাগুলো ব্ল্যাক হোলের মধ্যে নিঃশেষ হয়ে যায়। মহান আল্লাহ পাক এই তারকা নিঃশেষ হবার যায়গা অর্থাৎ ব্ল্যাক হোল এর কসম করেছেন বিজ্ঞানময় পবিত্র কোরআনে। একটি তারার চাইতে আরেকটি তারা বড়। এরকম হাজার কোটি তারা মিলে আমাদের গ্যালাক্সি বা ছায়াপথ বা নক্ষত্রপুঞ্জ, যার নাম হচ্ছে মিল্কিওয়ে। আর এরকম গ্যালাক্সি একটি নয়, লক্ষ কোটি গ্যালাক্সি রয়েছে। আমাদের গ্যালাক্সির পরে সবচাইতে কাছের গ্যালাক্সির নাম হচ্ছে অ্যান্ড্রোমিডা। এই অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জ আমাদের গ্যালাক্সি থেকে ২.৫ মিলিয়ন আলোকবর্ষ দূরে। বর্তমান সময় পর্যন্ত বিজ্ঞানীদের আবিষ্কৃত সবচাইতে বেশি গতিবেগ হচ্ছে আলোর, প্রতি সেকেন্ডে ১ লক্ষ ৮৬ হাজার মাইল। অর্থাৎ, এই আলোর গতিবেগে যদি কেউ আমাদের গ্যালাক্সি থেকে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি তে যেতে চায় তাহলে তার সময় লাগবে ২৫ লক্ষ বছর! সুবহানাল্লাহ। আল্লাহপাক যত বড় তাঁর সৃষ্টির নমুনাও তত বড়, যা দেখে তাঁর অসীম ক্ষমতা সম্পর্কে কিছুটা ধারণা লাভ করা যায় মাত্র।
আপনাদের এ ধরনের বিষয় আরো জানার আগ্রহ থাকলে এরকম আরো তথ্য পরবর্তীতে আপনাদেরকে জানানোর প্রয়াস পাব । যেকোন ধরনের ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহবান রইল এবং আমাকে অবহিত করলে তা সংশোধন করে দিবো ইনশাল্লাহ।
–এস. এম. তালাত ইশতিয়াক