দৈনিক তালাশ ডটকম : নারায়নগঞ্জের রুপগঞ্জ থানাধীন তারাবো পৌরসভার বরপা সাকিনস্থ প্রিন্স হোটেলের কর্রচারীকে গুলি করে হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার ও হত্যাকান্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার গত ০২ মে, ২০২৩, নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন মাসাবো এলাকা থেকে অভিযান চালিয়ে তাহাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আাসমীর নামঃ ১। মোঃ শাওন(২৩), পিং-মোঃ মোতাহার হোসেন, মাতা-আসমা বেগম, সাং- মাসাবো(৩ নং ওয়ার্ড), তারাবো পৌরসভা, থানা-রুপগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ| রুপগঞ্জ থানার মামলা নং-০৫ তারিখ ০১/০৬/২০২৩ খ্রিঃ, ধারা-১৪৩/৪৪৮/৩২৩/৩২৬/৩০৭/৩৮০/৪২৭/১১৪/৫০৬ পেনাল কোড এর এজাহারনামীয় আসামী গ্রেফতার এবং উক্ত মামলার ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযান
পরিচালনাকালে ইং ০২/০৬/২০২৩ তারিখ ০১.৩০ ঘটিকার সময় রুপগঞ্জ থানাধীন তারাবো বিশ্বরোড বাসষ্ট্যান্ডে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষনিকভাবে ইনচার্জ কাউন্টর টেরোরিজম ইউনিট, নারায়নগঞ্জ এর নেতৃত্বে সংগীয় এসআই(নিঃ)/মোহাম্মদ মিজানুর রহমান সংগীয় এসআই(নিঃ)/সুকান্ত দত্ত, এসআই(নিঃ)/আবুল হাসান, ও ফোর্সসহ উক্ত মামলা এজাহারনামীয় ০৫ নং আসামী মোঃ শাওন (২৩) রুপগঞ্জ থানার তারাবো পৌরসভাধীন মাসাবো সাকিনস্থ তাহার নিজ বসতবাড়ীর সামনে হইতে আটক করা হয়। অতঃপর তাহার দেওয়া তথ্যের ভিত্তিতে রুপগঞ্জ থানাধীন মাসাবো সাকিনস্থ তাহার নিজ বসতবাড়ীর ২য় তলা বিশিষ্ট ২য় তলার সিঁড়ির নিচে বিশেষ কায়দায় লুকানো সাদা রংয়ের শপিং টিস্যু ব্যাগ দিয়ে মোড়ানো অবস্থায় (i) একটি ০৬(ছয়) চেম্বার বিশিষ্ট বিদেশী লোহার তৈরি .২২ বোরের সচল রিভলবার, যাহার বাটসহ দৈর্ঘ্য ০৮(আট) ইঞ্চি, বাট কাঠের আবরন যুক্ত (ii) .২২ বোর রিভলবারের ০৪(চার) রাউন্ড গুলি, যাহার ক্যাপে ইংরেজি বড় হাতের অক্ষরে E লেখা আছে। (iii) একটি টিস্যু পেপারে মোড়ানো অবস্থায় .৩২ বোর রিভলবারের ০৪(চার) রাউন্ডগুলি, যাহার ক্যাপে ইংরেজিতে .৩২ S& WL লেখাসহ অন্যান্য অস্পষ্ট লেখা পাইয়া উক্ত আলামত উদ্ধার পূর্বক ইং ০২/০৬/২০২৩ খ্রিঃ ০৩.৫০ ঘটিকার সময় উদ্ধার পূর্বক জব্দ করা হয়।