দৈনিক তালাশ ডটকম : ফতুল্লার মুসলিম নগর থেকে গাঁজাসহ মাদক ব্যবসায়ী মাঈনউদ্দিন মানিক (১৮) নামের এক মাদক থানা পুলিশ গ্রেপ্তারকৃত মাঈনউদ্দিন ওরফে মানিক ফতুল্লা মডেল থানার মুসলিমনগরস্থ শামিমের বাড়ীর ভাড়াটিয়া মৃত আব্দুর বারেকের পুত্র।বৃহস্পতিবার রাতে তাকে মুসলিম নগর থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় গ্রেপ্তারকৃতের নিকট থেকে আধা কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মুসলিমনগরস্থ সাহিল গ্রুপের সামনের রাস্তায় অভিযান চালানো হয়।
এ সময় আধা কেজি (৫০০ গ্রাম) গাঁজা সহ মাদক ব্যবসায়ী মাঈনউদ্দিন ওরফে মানিক কে গ্রেপ্তার করে।
মাদক উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।