দৈনিক তালাশ ডটকম : ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ১১২ কেজি গাঁজাসহ ৩ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
শনিবার (৩ জুন) দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লার দেবিদ্বার এলাকার মো. নজরুল ইসলামের ছেলে মো. সুজন (২৩) ও যশোরের কোতালীয়ার দিঘীরপাড় এলাকার আব্দুল কাদেরর ছেলে মো. সোহেল হোসেন (৩৩) ও তার ভাই রাসেল হোসেন (২০)।
এ ঘটনায় পলাতক আছেন সোনারগাঁয়ের পশ্চিম বাহাকৈর এলাকার মৃত. বশু খানের ছেলে রবিউল খান রবি।
পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ২ জুন দুপুর পৌনে একটার দিকে সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকার সদর আলী বেপারীর নতুন বাজারের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী লেনে অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যানের থেকে ১১২ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
এ ঘটনায় সোনারগাঁ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।