জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মহানগর যুবদলের আলোচনা সভা অনুষ্ঠিত

 

দৈনিক তালাশ ডটকম : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জুন) বিকেলে নগরীর কেল্লারপুল এলাকায় মহানগর যুবদলের আহবায়ক মমতাজ উদ্দিন মন্তু’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

তিনি বলেন, বিএনপি সব সময় জনগনকে সাথে নিয়ে কাজ করে। দেশের বর্তমান অবস্থা খুবই শোচনীয়, বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ হয়ে যাচ্ছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য আকাশচুম্বি। এসকল সমস্যার সমাধানের জন্য এখন বিএনপিকে প্রয়োজন।

নজরুল ইসলাম আজাদ আরও বলেন, এদেশের গনতন্ত্রের জন্য এ দেশের মানুষ আরেকটি যুদ্ধ করবে। আর সে যুদ্ধের নেতৃত্ব দিবে তারেক রহমান। এ দেশের মানুষ ভালো নেই, বিএনপির নেতাকর্মীদের দায়িত্ব এ সরকারের পতন ঘটাতে রাজপথে থেকে আন্দোলন করা। আর সেই সরকার পতন আন্দোলনে নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদের সম্মুখ সারিতে অংশগ্রহন করবে মহানগর যুবদল এটাই আমাদের প্রত্যাশা।

মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজলে’র সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান। এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১ম সদস্য সাদেকুর রহমান সাদেক, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ রেজা রিপন ও মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *