ফতুল্লার পাগলায় গলায় ফাসঁ দিয়ে গৃহবধূ আত্নহত্যা

দৈনিক তালাশ ডটকম : নারায়নগঞ্জে শাবানা আক্তার (৩৫)নিহত গৃহবধূ শাবানা আক্তার ফতুল্লা মডেল থানার পাগলা দেলপাড়া খেলার মাঠ সংলগ্ন আমির হোসেন সুমিলের স্ত্রী। শুক্রবার সকালে নিহতের স্বামী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে।

মামলায় উল্লেখ করা হয়, বাদী দীর্ঘদিন ধর অসুস্থ থাকায় কোন কাজ কর্ম করিতে পারতোনা। ফলে সংসারে অভাব-অনটন লেগেই থাকতো। বৃহস্পতিবার সকাল আটটার দিকে নিতহ শাবানা আক্তার নিজ বাসার বেসিনে কাজ করছিলো।

এ সময় বাদী বাড়ির সামনের দোকানে সিগারেট খাওয়ার জন্য যায়। সেখান থেকে সাড়ে আটটার দিকে বাদী বাসায় ফিরে এসে দেখতে পায় ভিতর থেকে ঘরের দরজা বন্ধ।

তখন ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে বাড়ির আশপাশের লোকজন নিয়ে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে দেখতে পায় ঘরের লোহার এঙ্গেলের সাথে গলায় ওড়না পেঁচানো নিহতের ঝুলন্ত দেহ। পরে তাকে দ্রুত হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষনা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *