দৈনিক তালাশ ডটকম : বৃহস্পতিবার (১লা জুন) সকাল ১১টায় শহরের আখড়ার মোড়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের উদ্যোগে মহানগর বিএনপির ও অংঙ্গ সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুল।
সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক পারভেজ মল্লিকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, সাবেক সদস্য আওলাদ হোসেন, আমিনুল ইসলাম মিঠু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি নাজির আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জেলা কৃষকদলের সহ-সভাপতি সলিমুল্লাহ করিম সেলিম, মহানগর মৎসজীবী দলের সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা বিএনপি নেতা দেলোয়ার হোসেন খোকন, শ্রমিকদল নেতা নুর ইসলাম, লিমন ভুইয়া প্রমূখ। সনেটের সার্বিক তত্তাবধানে মিলাদ শেষে রান্না করা খাবার বিতরন করা হয়।