টি শার্টে ব্যঙ্গ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় ফতুল্লায় কারখানা ভাংচুর শ্রমিক পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া

দৈনিক তালাশ ডটকম : র্টি-শাটে কার্টুন ছাপিয়ে হযরত আদম (আঃ) ও হযরত হাওয়া (আঃ) কে নিয়ে ব্যাঙ্গ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে ফতুল্লায় এসরোটেক্স নীটওয়ারে শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকটি শিল্প কারখানা ভাংচুর ও পুলিশের সাথে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (৩১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত ফতুল্লা থানাধীন এনায়েতনগর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কারখানার মালিক পক্ষের এক জনকে আটক করা হয়েছে। পরে ফতুল্লা থানা পুলিশ, জেলা পুলিশ, শিল্প পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৪ এর নারায়ণগঞ্জের সহকারি পুলিশ সুপার শারমিন আক্তার গণমাধ্যম কর্মীদের বলেন, এনায়েতনগরে এসরোটেক্স নীটওয়ারে বড় রপ্তানী পণ্যের কাজ চলছিল। সেই অর্ডারের একটি টিশার্টে আপত্তিকর প্রিন্ট দেওয়া হয়। যেখানে হযরত আদম আঃ ও হযরত হাওয়াকে বুঝানো হয়েছে। তাই ৪ জন শ্রমিক বিষয়টি মেনে না নিয়ে প্রতিবাদ করলে স্টাফরা তাদের চাকুরিচ্যুত করেন। এ নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ থেকে অসন্তোষ সৃষ্টি হয়। পরে খবর পেয়ে শিল্প পুলিশ, জেলা পুলিশ ও ফতুল্লা থানা পুলিশের সমন্বয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।
তিনি আরও জানান, মালিক ও শ্রমিকদের সাথে আমরা আলোচনা করি। মালিক পক্ষের একজনকে ফতুল্লা থানা তখনই গ্রেপ্তারের সিদ্ধান্ত নেয়। এছাড়া প্রতিষ্ঠানের পরিচালক ঝারা বিষয়টি নিয়ে দুঃক্ষ প্রকাশ করেন। এরপর চাকুরিচ্যুত শ্রমিকের চাকুরি ফিরিয়ে দেন এবং ঘটনার সাথে জড়িত স্টাফদের চাকুরিচ্যুত করেন। একই সাথে প্রিন্ট হওয়া পিস টিশার্ট প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়।যারা এ ঘৃনিত কর্মকান্ডের সাথে জড়িত তাদের ফাঁসি দাবী করেছে সাধারণ জনগণ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *