নারায়ণগঞ্জ এর বিশেষ অভিযানে ৩৪ কেজি গাঁজাসহ ১ জন আসামী গ্রেফতার অদ্য ৩০/০৫/২০২৩ ইং তারিখ জেলা বিশেষ শাখা(সদর জোন), নারায়ণগঞ্জ এর বিশেষ অভিযানে এস এম শামীম সঙ্গীয় ফোর্সসহ সিদ্ধিরগঞ্জ থানাধীন মতিন মাষ্টারের মাঠ (মদিনা পরিবহন পাকিং মাঠ) থেকে ১। মো: রাতুল খান @ স্বপন (৩৪), পিতা- মৃত বসু খান, মাতা-ছখিনা খাতুন, সাং-পশ্চিম বেহাকৈর, থানা-সোনারগাঁও’কে ৩৪(চৌত্রিশ) কেজি গাঁজা এবং একটি হলুদ ও নীল রঙ্গের টাটা মডেলের সিঙ্গেল কেবিন পিকআপ (১ টন) সহ গ্রেফতার করেছে তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে । জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।।