দৈনিক তালাশ ডটকম : মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন। এ সময় তিন অপরাধী জাকির হোসেন, শাহজালাল ও আশরাফুল আদালতে উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০১৮ সালের ১৮ অক্টোবর ভুলতার টেকপাড়া এলাকা থেকে জুঁইকে অপহরণ করা হয়। অপহরণকারীরা মোটা অংকের মুক্তিপণ দাবি করেন।
মুক্তিপণের টাকা দিতে ব্যর্থ হওয়ায় শিশুটিকে হত্যার পর বস্তাবন্দী করে একটি বালুর মাঠে ফেলে রাখা হয়। তিন অপরাধীই জুঁইদের বাসায় ভাড়া থাকতেন।
হত্যাকাণ্ডের পর জুঁইয়ের বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
আসামি শাহজালাল ও আশরাফুল ১৬৪ ধারায় নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছিলেন। মামলার তদন্ত কর্মকর্তাও এই তিনজনের নামে অভিযোগপত্র দেন।
প্রায় পাঁচ বছর পর ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে রায় ঘোষণা করলেন আদালত।