দৈনিক তালাশ ডটকম : ব্রাহ্মণবাড়িয়া থেকে ০৪ কেজি গাজা সহ দুইজন আসামি গ্রেফতার গোপালদী ফাড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক জনাব মোঃ ফজলুল হক খান সঙ্গীয় এস আই সোহাগ সাহা, এএস আই/ শরিফুল ইসলাম ও স্বর্গীয় ফোর্স সহ চালার চর ব্রিজে চেকপোস্ট ডিউটি কালীন সময় অদ্য ২৮/০৫/২০২৩ তারিখ ২২.৩০ ঘটিকার সময় ০৪(চার) কেজি গাঁজা সহ আসামী ১।আব্দুল কাইয়ুম (৬৮),পিতা-মৃত আব্দুল আলিম, সাং বৈশাল (রজবউদ্দিন মেম্বারের বাড়ির পাশে); ২। ফায়েজ মিয়া (৭০), পিতা- মৃত সমর উদ্দিন উভয় থানা-আখাউড়া,জেলা-ব্রাহ্মণবাড়িয়া’দের গ্রেফতার করা হয় এ সংক্রান্তে আড়াই হাজার থানায় মামলা প্রক্রিয়াধীন আছে জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।