টাঙ্গাইল থেকে ডিবি পুলিশ কর্তৃক [ ২৯ মে ২০২৩ খ্রি.]গত ২৭/০৫/২০২২ তারিখ বেলা অনুমান ১১.০০ ঘটিকার সময় ডিসিস্ট জহিরুল ইসলামআকাশ (২৮) নিজ বাড়ি থেকে ফরমান আলী মেম্বারের বাড়িতে যাওয়ার পথে গোপালপুর সাকিনস্থ নাজিম উদ্দিনের মনোহারী দোকানের সামনে অজ্ঞাতনামা ১৫/২০ জন লোক দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে ডিসিস্ট জহিরুল ইসলাম আকাশ (২৮)কে এলোপাথারী কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় এই সংক্রান্তে কালিহাতি থানার মামলা নং-২৪,তারিখ ২৮/০৫/২০২২ ধারা১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩০২/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড রুজু হয়।উক্ত হত্যা মামলার ঘটনাটি লোমহর্ষক এবং চাঞ্চল্যকর হওয়ায় এর রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার করার জন্য ডিবি (উত্তর), টাঙ্গাইল এর একটি চৌকস টিম নিরন্তর প্রচেষ্টা চালিয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার রহস্য উদঘাটন করে ঘটনার সাথে জড়িত ব্যক্তির অবস্থান সনাক্ত পূর্বক অভিযান পরিচালনা করে ধৃত আসামী ১। মোঃ আবুল হোসেন (৪২), এবং ধৃত আসামী ২। মোঃ বাবুল(৫৬) উভয় পিতা-মৃত মেছের আলী, সাং-গোপালপুর, থানা- কালিহাতি, জেলা- টাঙ্গাইল দ্বয়কে কালিহাতি থানাধীন পৌজান এলাকা হতে ২৮-০৫-২০২৩ তারিখ সময়- ১৭.৩০ ঘটিকায় গ্রেফতার করা হয়।
ধৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সাথে জড়িত থাকার বিষয়ে নিজেদের দোষ স্বীকার করে। উপরোক্ত আসামীদের ব্যাপক ও নিবিড় জিজ্ঞাসাবাদের নিমিত্তে ০৫ (পাঁচ) দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। উক্ত হত্যার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার করার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।