বঙ্গসাথী ক্লাবের ৩২ বছর অনুষ্ঠান সফল করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন উজ্জল

দৈনিক তালাশ ডটকম : আগ্রহী হয়েছে পাশাপাশি নবাগত খেলোয়াররা নিজেদের খেলার মান প্রকাশের সুযোগ তৈরী হয়েছে। আগামীতে এমন খেলার আসর থেকেই জাতীয় মানের খেলোয়ার তৈরী হবে।

দর্শকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আহাম্মদ আলী রেজা উজ্জল বলেন, আমি ভাবতেও পারিনাই এ টুর্নামেন্টের খেলা উপভোগ করতে মাঠে এত দর্শক সমাগম ঘটবে। আমি প্রতিটি খেলায় লক্ষ করেছি দর্শকরা দারুন উৎসাহ নিয়ে মাঠে খেলা উপভোগ করছে। এতে করে খেলোয়াররাও উৎসাহ পেয়েছে আর বঙ্গসাথী ক্লাবের সাহস যোগিয়েছে। এ অভিজ্ঞতায় আগামীতে আরো বড় আয়োজনের অনুপ্রেরণা হলো।
বঙ্গসাথী ক্লাবের প্রতিটি কর্মকর্তা সদস্য ও শুভানুধায়ীরা তাদের সর্বোচ্চ চেষ্টা ও একাগ্রতায় অনুষ্ঠানটি সফল ও সার্থক করেছে। এ কারনে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের সভাপতি উজ্জল।
এসময় শেখ ফজলুল হক মনি স্মৃতি অনুধর্ব ১৬ ও মাস্টার্স ফুটবল টুর্নামেন্টে বিজয়ী দুটি ক্লাবকে অভিনন্দন জানিয়ে আহাম্মদ আলী রেজা উজ্জল বলেন, এ টুর্নামেন্টে অংশ নেওয়া ২১ টি ক্লাব খুব ভাল খেলা উপহার দিয়েছে, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *