আবারো সিআইপি পদক লাভ করায় সেলিম ওসমানকে ব্যবসায়ী সংগঠনের শুভেচ্ছা

দৈনিক তালাশ ডটকম : তৈরি পোষাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিকেএমইএ’র সভাপতির দায়িত্বের কারণে আবারো সিআইপি পদক লাভ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। এ নিয়ে তিনি মোট ১১বারের মতো এইপদকটি পেলেন।

শনিবার (২৭ মে) সন্ধ্যায় নগরীর শীল্পকলা একাডেমিতে এক জামকালো অনুষ্ঠানের মাধ্যমে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

এ উপলক্ষে ১১টি জাতীয় ব্যবসায়ী সংগঠন ও ৩৩টি নারায়ণগঞ্জের স্থানীয় ব্যাবসায়ী সংগঠনের পক্ষ থেকে সেলিম ওসমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বিকেএমইএ’র পাশাপাশি সেলিম ওসমান এনসিসিআই’র সাবেক সবাপতি ও এফবিসিসিআই’র পরিচালক। সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় ও জাতীয় মো ৪৪টি সংগঠনের নেতৃবৃন্দরা একে একে সেলিম ওসমানকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযুদ্ধ কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির সভাপতি খালেদ হায়দার খান কাজল, বাংলাদেশ ক্লথ মার্চেন্টস এসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার সাহা, ইয়ার্ন মার্চেন্টস এসোসিয়েশনের সভাপতি লিটন সাহা, হোসনে আরা বাবলী, নাজমুল আলম সজল, এড. হাসান ফেরদৌস জুয়েল ও মোর্শেদ সারোয়ার সোহেলসহ আরো অনেক সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *