দৈনিক তালাশ ডটকম : বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে গার্মেন্টস কর্মী রিপন (২৮)কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়েছে প্রতিপক্ষরা। বুধবার (২৪ মে) রাত সাড়ে ৮ টায় বন্দর উপজেলার জাঙ্গাল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় ওইদিন রাতেই আদিলসহ আরও ২/৩জনকে অজ্ঞাতনামা আসামি করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযুক্তরা হলেন বন্দর উপজেলার বারপাড়া এলাকার মৃত আবু তাহের মিয়ার ছেলে আদিল (৩৫) ও জামাল মিয়ার ছেলে নাদিম(২৫)সহ অজ্ঞাতনামা কয়েকজন।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার বারপাড়া এলাকার উশৃঙ্খল আদিল ও নাদিমের সঙ্গে একই এলাকার গার্মেন্টসকর্মী রিপনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরে গত ৯মে গার্মেন্টস কর্মী রিপন বাদী হয়ে নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন। ওই মামলার জের ধরেই বিবাদ সৃষ্টি হয়। এর ধারাবাহিকতায় বুধবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জাঙ্গাল বাসস্ট্যান্ডে এসে পৌঁছলে পূর্ব পরিকল্পিতভাবে পিছন থেকে এসে মটরসাইকেল দিয়ে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেয়। পরে আদিল ও নাদিম সহ ২/৩ জনের একটি সংঘবদ্ধ দল অস্ত্রসস্ত্রে সুসজ্জিত হয়ে হামলা চালায়। এ সময় গার্মেন্টস কর্মী রিপনকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। আহত রিপনকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।