দৈনিক তালাশ ডটকম : শুক্রবার (২৬ মে) সকাল ১০টায় বন্দরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবিচল সংগঠন ও বন্দরে ২১ ও ২২ নং ওয়ার্ডের এলাকাবাসী উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তরা বলেন,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও বাংলাদেশ সরকার এখন পর্যন্ত দেউলিয়া হয়ে যায়নি। পানির অভাবের কারনে আমরা মসজিদে গিয়ে ওযু করতে পারছি না। বাসা বাড়িতে পানি নাই স্কুল কলেজেও পানি নাই। সকল কষ্ট সহ্য করা যায়। কিন্তু পানির কষ্ট সহ্য করা যায় না।
বন্দরে ২১ ও ২২ নং ওয়ার্ডবাসী শিক্ষা ও সাংস্কৃতিক দিকে থেকে অনেক এগিয়ে। আমরা বিভিন্ন সমস্যা নিয়ে আপনার কাছে গেলে আপনি আমাদেরকে বলেন বাজেট নেই। আপনাদের কাছে মাপ চাই। যদি মাপেই চাঁন তাহলে ভালো ভাবে চান। আমরা প্রধানমন্ত্রী কাছ থেকে আমাদের দাবি আদায় করে নিব।
আমরা আপনাদের বিরুদ্ধে কোন ম্লোগান দিতে চাই না। আপনারা আমাদের জনপ্রতিনিধি। আমরা আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করেছি। আমরা আপনাদেরকে ভালোবাসি বলেই ভোট দিয়ে আপনাদের নির্বাচিত করেছি। এ ভালোবাসা কমতে শুরু করেছে। মননীয় মেয়র,এমপি ও কাউন্সিলর উদ্দেশ্যে বলছি সে ভালোবাসা আর কমতে দিয়েন না।
বন্দর রাজবাড়ী অবিচল সংগঠনের সভাপতি মোঃ রতন মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন একই সংগঠনের সাধারন সম্পাদক মোঃ মানিক, ২১নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সামছুল, বন্দর বাড়ৈইপাড়া পঞ্চায়েত কমিটি সভাপতি নুর আলম, সমাজ সেবক শওকত হোসেন, রিনা বেগম ও মনি বেগমসহ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২১ ও ২২ নং ওয়ার্ডের গন্যমান্য ব্যাক্তিবর্গ।
গন- বিক্ষোভ মিছিলটি বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বের হয়ে বন্দর বাজার, বাবুপাড়া, ছালেহনগর, শাহীমসজিদের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিন করে বন্দর রাজবাড়ি শ্রমকল্যানের সামনে এসে গন-বিক্ষোভ মিছিল সমাপ্ত করা হয়। গন-বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে শতশত নারী পুরুষ বিভিন্ন প্লেকার্ড ব্যানার ফেস্টুন নিয়ে অংশ গ্রহন করেন।