দৈনিক তালাশ ডটকম :র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন,অপরাধীদের গ্রেফতার আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ী ও বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে।
এরই ধারাবাহিকতায় ২৪ মে ২০২৩ ইং তারিখ ০৭.৪৫ মিনিটে র্যাব-১১, নরসিংদী এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার নরসিংদী মডেল থানাধীন চরহাজীপুর খাসেরচর বাশবাজার খালপাড়ে অভিযান পরিচালনা করে ১৬ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী হলো নরসিংদী জেলার শিবপুর থানাধীন জাঙ্গালিয়া গ্রামের মোঃ আবু তালেব এর ছেলে মোঃ রেজাউল (৪০)। এ সময় তার কাছ থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩,২০,০০০/- টাকা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১ টি ইঞ্জিন চালিত কাঠের নৌকা জব্দ করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে,গ্রেফতারকৃত আসামী আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। সে নিয়মিত কুমিল্লাসহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইঞ্জিন চালিত নৌকা যোগে এসব মাদকদ্রব্য নিয়ে নরসিংদী ও তার আশে পাশের এলাকায় সরবরাহ করে। এরই পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৪/০৫/২০২৩ তারিখে নরসংদী জেলার নরসিংদী মডেল থানাধীন চরহাজীপুর খাসেরচর বাশবাজার খালপাড়ে অভিযান পরিচালনা করে উল্লেখিত মাদক পরিবহন ও ক্রয়-বিক্রয়ের সময় নৌকাসহ তাকে হাতেনাতে আটক করে র্যাব-১১।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নরসিংদী জেলার নরসিংদী মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।