দৈনিক তালাশ ডটকম : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা হুমকীর প্রতিবাদে সাবেক এমপি প্রয়াত নাসিম ওসমানের ছেলে আলহাজ্ব আজমেরী ওসামান পক্ষে নারায়ণগঞ্জে বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (২৫ মে) বিকালে শহরের আল্লামা ইকবাল রোড এলাকা থেকে হাজার হাজার কর্মী সর্মথক এ বিক্ষোভ মিছিলটি করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদিক্ষিন শেষে উল্লেখিত স্থানে এসেই শেষ করে।
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আজহার কমিশনার, আলী হায়দার শামীম, যুবলীগ নেতা কাজি আমির, খায়রুদ্দিন মোল্লা, মো. নাসির উদ্দিন, মঞ্জুর আহম্মেদ, মো. হোসেন, আব্দুল হামিদ প্রধান, মো. দিপু, মনির হোসেন, সুমন, বাবু, ফুটবলার মনিরসহ অন্যান্যরা।
জানা গেছে, আজমেরী ওসমানের নির্দেশে এ সময় প্রতিবাদী স্লোগানে প্রকম্পিত হয় শহরের রাজপথ। এসময় তাদের স্লোগানে মুখরিত হয়- আবু সাঈদের ক্ষমা নাই, জনসম্মুখে বিচার চাই। ডাক দিয়েছে আজমেরী ভাই, ঘরে থাকার সময় নাই। আজমেরী ভাইয়ের নেতৃত্বে আমরা আছি একসাথে। মিছিলটিতে হাজারো লোকের সমাগম ও তাক লাগানো প্রতিবাদে পিছিয়ে দিয়েছে বিগত দিনের সকল কর্মসূচী। এতে যোগ দেয় বিভিন্ন রাজনৈতিক অঙ্গ-সংগঠন, সামাজিক সংগঠন, শ্রমিক সংগঠন, ছাত্র, যুব সমাজ সহ হাজারো জনতা।
প্রসঙ্গত, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের দেয়া বক্তব্যে হত্যা হুমকীর প্রতিবাদে ফুঁসে উঠেছেন আজমেরী ওসমানের কর্মী সর্মথকরা। এদিকে সকালে অভিযুক্তকে গ্রেপ্তার করা হলেও তার উপযুক্ত শাস্তির দাবী করেন আজমেরী ওসমান সমর্থকরা।