দৈনিক তালাশ ডটকম : বুধবার বিকেলে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়ন পরিষদের বিপরীত দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে মেনিখালী ব্রিজ সংলগ্ন পরিত্যক্ত জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়।নিহত সাদেক শিকদার (৭০) কুমিল্লা জেলার দাউদকান্দি থানার মৃত জব্বার মাস্টারের ছেলে। দীর্ঘ ২২ বছর যাবত বাড়ি মজলিস এলাকায় মেয়ের ভাড়া বাড়িতে বসবাস করে আসছিলেন তিনি।এলাকায় তিনি ঘটক হিসেবে পরিচিত।নিহত সাদেক শিকদারের জামাতা মোসলেম উদ্দিন বলেন, আমার পরিবারের সাথেই বসবাস করতেন আমার শ্বশুর। গত মঙ্গলবার (১৬ মে) আসরের নামাজ আদায় করতে বের হয়ে আর বাসায় ফেরেননি। আমার ছেলে সাইফুল ইসলাম শাওন এরপরের দিন সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করেন,সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম আমার নারায়ণগঞ্জকে বলেন খবর পেয়ে আমরা নিহতের লাশটি উদ্ধার করি উদ্ধারের পর স্বজনরা এসে লাশ শনাক্ত করলে লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জে পাঠানো হয়েছে। হত্যা রহস্য উদঘাটন করতে পুলিশের বিশেষ টিম কাজ করছে।