দৈনিক তালাশ ডটকম : নারায়ণগঞ্জের মঙ্গলবার (২৩ মে) জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।এতে বলা হয়,গত ২২ মে রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল এলাকায় অভিযান চালিয়ে আরজু (৩৫) ও চালক রাকিব হোসেনকে (২৯) গ্রেপ্তার করা হয়। এর আগে এ মামলার আরেক আসামি গোলাকান্দাইলের নেওয়াজ আহমেদের ছেলে শরিফুল ইসলাম রাসেলকে (৩২) গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়,গ্রেপ্তারের পর রাজিবের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান,মৌসুমীর সঙ্গে রাসেলের ১০ বছর আগে বিয়ে হয়।বিবাহের পর তাদের একটি ছেলে সন্তানের জন্ম হয়। এরপরও রাসেলের সঙ্গে অন্য মেয়েদের অবৈধ সম্পর্ক ছিল। মৌসুমী এর প্রতিবাদ করায় রাসেল গত ১৯ এপ্রিল রাতে কৌশলে গাউছিয়া মার্কেটে নিয়ে কেনাকাটা শেষে তার পূর্ব পরিচিত বন্ধু চালক রাজিব ও আরজুর সহযোগিতায় মৌসুমীকে একটি মাইক্রোবাসে তুলে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে এ ঘটনাটিকে ডাকাতির নাটক সাজানোর জন্য আসামি শরিফুলের পিঠে ধারালো অস্ত্রের আঘাত করে গুরুতর জখম করা হয়। পরে মৌসুমীর ভাই মো. শাহ জালাল বাদী হয়ে সোনারগাও থানায় হত্যা মামলা দায়ের করেন।