দৈনিক তালাশ ডটকম :হুমকিদাতাকে গ্রেফতারের দাবিতে নারায়ণগঞ্জে লাঠি মিছিল সহ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলা আওয়ামীলীগ।সোমবার (২২ মে) বেলা সাড়ে এগারোটায় নগরীর দুই নম্বর রেল গেইট এলাকায় জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান সড়ক দিয়ে চাষাঢ়ায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী বাঁশের লাঠি হাতে নিয়ে এই বিক্ষোভ মিছিলে অংশ নেন।মিছিল শেষে চাষাঢ়ায় শহীদ মিনারের সামনে সংক্ষিপ্ত সমাবেশে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির ঘটনায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন।তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যারা হত্যার হুমকি দিয়েছে তারা দেশ ও জাতির শত্রু। যারা দেশের উন্নয়ন চায়না তারাই প্রধানমন্ত্রীকে বারবার হত্যার চেষ্টা করে আসছে। প্রধানমন্ত্রীকে হুমকি দাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। অন্যথায় নারায়ণগঞ্জের আওয়ামী লীগের উচিত জবাব দেবে বলে এই আওয়ামী লীগ নেতা হুঁশিয়ারি দেন।