নারায়নগঞ্জের বন্দর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নব-নির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ এম.এ রশীদ

দৈনিক তালাশ ডটকম :নারায়নগঞ্জের বন্দর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নব-নির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ এম.এ রশীদ। শনিবার (২০মে) রাত ৮টায় বন্দর প্রেসক্লাব মিলনায়তনে নব-নির্বাচিতদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পর এক মত বিনিময় সভায় মিলিত হন। বন্দর প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি রোটারিয়ান মোবারক হোসেন কমল খাঁনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ এম.এ. রশীদ বলেন, বন্দরে চরম সংকটময় সময়ে বন্দর প্রেসক্লাব ব্যাপক ভূমিকা পালন করেছে। বন্দর প্রেসক্লাব ১/২ বছরে গড়ে উঠেনি। বন্দর প্রেসক্লাব ৩০ বছরে পর্দাপন করছে। আমি যেটুকু জানি বন্দর প্রেসক্লাবে অনেক সাংবাদিক জাতীয় পত্রিকায় কর্মরত আছে। আমরা প্রাকৃতিক র্দূযোগে সময়েও দেখেছি বন্দর প্রেসক্লাবের সাংবাদিকরা জীবনের মায়া ত্যাগ করে সংবাদ সংগ্রহ করার জন্য একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছুটে বেড়িয়েছে। পত্রিকায় প্রকাশিত করেছে। তাদের সাহসিকতা আমি মুগ্ধ। আমি বন্দর প্রেসক্লাবের সফলতা কামনা করছি। বন্দর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী সঞ্চালনায় মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেবুব হোসেন, মামুন মিয়া, সহ-সাধারন সম্পাদক জি.এম. সুমন, অর্থ সম্পাদক মেহেদী হাসান সজিব, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, প্রচার সম্পাদক শাহজামাল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হৃদয় আহাম্মেদ জয়, বন্দর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান নির্বাহী সদস্য এডঃ শাহ আলী খান পিন্টু, নির্বাহী সদস্য দ্বীন ইসলাম, বন্দর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সরদার মোঃ আলিম, সাবেক সহ-সভাপতি মোঃ কবির হোসেন, সাবেক নির্বাহী সদস্য মাহফুজুল আলম জাহিদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *