বক্তাবলি এলাকায় ভূমিদস্য আবু সাঈদের প্রতারণার শিকার সাধারণ মানুষ  

দৈনিক তালাশ ডটকম :জাকির হোসেন বয়স (৭০) পিতা শুকুর আলী বক্তা বলি রাধানগর এর স্থানীয় বাসিন্দা তিনি বলেন আমাকে আবু সাঈদ পিতা জয়নাল আবদিন মাতা নাদিয়া রাধানগর বক্তা বলি বিভিন্ন রকমের প্রলোভন দেখিয়ে ছলনা করে প্রতারণা করেন বিগত ২৮/০২/ ২০২৩ ইং তারিখে বক্তাবলী মৌজার আরএস খতিয়ন ৩১৬৭ আর এস দাগ ১৪৪৭৯ নং দাগের ৫৫ শতাংশ জায়গা আম মোক্তার নামা তৈরি করেছেন প্রতারক আবু সাঈদ। আম মুক্তার এল বলে সে এখন জমি অন্যত্র বায়নাও রেজিস্ট্রি করার পায়তারা করছে। আমি জাকির হোসেন আবু সাঈদের প্রতারণা জানতে পেরে নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে দুইটি মামলা দায়ের করি যার নং ১/ ৩০৯/২০২৩ইং ২/ ১৮৬ /২০২৩ এবং নারায়ণগঞ্জ সাব-রেজিস্ট্রি বরাবর মৌখিক অভিযোগ করি যাতে করে আবু সাঈদ বায়না অথবা রেজিস্ট্রি করতে না পারে এবং আমি মামলার নথি জমা দেই।গত ১৪/৫/২০২৩ইং তারিখে রেজিস্ট্রি অফিসে চতুর্থলায় আবু সাঈদ ও তার সাথে থাকা কয়েকজন সন্ত্রাসী প্রকৃতির লোক আমাকেও আমার ভাইদেরকে হত্যার হুমকি দেন এখন আমি ও আমার পরিবারের লোকজন নিয়ে জীবনে নিরাপত্তা হীনতায় ভুগছি তাই ভূমি মন্ত্রণালয় সহ প্রশাসনের সর্ব দপ্তরের সহযোগিতা কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *