রুপগঞ্জের ৪টি ইটভাটাকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

দৈনিক তালাশ ডটকম :বৃহস্পতিবার (১৮ মে) সকালে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নুশরাত আরা খানম ও আরাফাত মোহাম্মদ নোমান এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশের সমন্বয়ে রূপগঞ্জ থানাধীন তারাইল এলাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় লাইসেন্সবিহীন, অবৈধভাবে আইন অমান্য করে ইট প্রস্তুত করার অপরাধে (১) এআরবি-১ ব্রিকস, (২) মেসার্স পিআরবি ব্রিকস, (৩) বিআরবি ব্রিকস-২, (৪) এআরবি-২ ব্রিকস কে সর্বমোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযানে সকল দপ্তরের সহযোগিতায় ইটভাটাগুলোর সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসনের ইট পোড়ানো লাইসেন্স ব্যতিত ইটভাটাগুলো পরিচালিত হচ্ছিল। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর বিভিন্ন ধারা লংঘনের দায়ে উক্ত ইটভাটাগুলোয় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের অবৈধ ইট ভাটার কার্যক্রম বন্ধের বিষয়ে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট ভিডিশনের নির্দেশনা রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতে এধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *