শেখ হাসিনার স্ব‌দেশ প্রত্যাবর্তন দিবস উপল‌ক্ষে জেলা আওয়ামী লী‌গের র‍্যালীতে

(১৭ই মে) জন‌নেত্রী শেখ হা‌সিনার ৪৩তম স্ব‌দেশ প্রত্যাবর্তন দিবস উপল‌ক্ষে নারায়ণগঞ্জ সদর থানা যুবলী‌গের সহ-সভাপ‌তি (প্রস্তা‌বিত ক‌মি‌টির সভাপতি পদপ্রার্থী) ম‌নির হো‌সেনের নেতৃ‌ত্বে বিশাল মি‌ছিল নি‌য়ে জেলা আওয়ামী লী‌গের আ‌লোচনা সভা ও র‍্যালীতে যোগদান করা হয়।বুধবার (১৭ই মে) দুপুর ৩ টায় জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ মো: বাদ‌লের উ‌দ্যো‌গে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যাল‌য়ে আ‌লোচনা সভা অনুষ্ঠিত হয়।সভা শেষে র‍্যালীটি বিবি রোডসহ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মি‌না‌রের সামনে এ‌সে শেষ হয়।এ সময় সদর থানা যুবলী‌গের সহ-সভাপ‌তি ম‌নির হো‌সেনের নেতৃ‌ত্বে বিশাল মি‌ছিল নিয়ে যোগদানকালে আরও উপ‌স্থিত ছি‌লেন, সদর থানা যুবলী‌গের ভারপ্রাপ্ত সভাপতি এসটি আলমগীর, সাধারণ সম্পাদক সা‌লেহ আহ‌মেদ খোকন ও আলীর‌টেক ইউ‌নিয়ন স্বেচ্ছা‌সেবকলী‌গের সভ‌াপতি সা‌য়েম আহ‌মেদ সোহাগ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *