দৈনিক তালাশ ডটকম :র্যাব-১১, (নারায়ণগঞ্জ) কর্তৃক ১৭৫ বোতল ফেন্সিডিল, ৫৬ কেজি গাঁজা, কাভার্ডভ্যান সহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার\১। র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাচাঁতে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও অবৈধ মাদকদ্রব্য উদ্ধারে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে ২। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল মাদক বিরোধী পৃথক ০২টি বিশেষ অভিযান পরিচালনা করে অদ্য ১৪/০৪/২০২৩ ইং তারিখ সকালে কুমিল্লা জেলার দাউদকান্দি মডেল থানাধীন বলদা খাল সাকিনস্থ দাউদকান্দি টোলপ্লাজার ২০০ গজ উত্তরে চট্টগ্রাম টু ঢাকা গামী মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে বিশেষ কৌশলে মাদকদ্রব্য পরিবহন কালে ১৭৫ বোতল ফেন্সিডিল, ৫৬ (ছাপ্পান্ন) কেজি গাঁজা ও কাভার্ডভ্যান সহ ০৪ (চার) জন মাদক ব্যবসায়ী’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আসামীরা ১। মোঃ রুবেল (২৪), পিতা- মোঃ হোসেন আলী, ইউপি- আলেকজেন্ডার (০৫ নং ওয়ার্ড), সাং- শ্যামল গ্রাম, থানা- রামগতি, জেলা- লক্ষীপুর ২। মোঃ নিজাম উদ্দিন (২৫), পিতা- মৃত দুলাল, সাং- শ্যামলা আবাসিক এলাকা, থানা- আকবরশাহ, জেলা- চট্টগ্রাম, ৩। হোছাইন আহম্মেদ দিপু (২২), পিতা- বিল্লাল হোসেন, সাং- শোকদি রামপুর, থানা- ফরদিগঞ্জ, জেলা- চাঁদপুর, ৪। মোঃ মানিক (২৫), পিতা- ইদ্রিস আলী, সাং- চর ফেলিস (আরশিনগর ইউনিয়ন), থানা- সখীপুর, জেলা- শরীয়তপুর।৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় মাদকদ্রব্য ফেন্সিডিল এবং গাঁজা অভিনব পন্থায় সংগ্রহ করে ও এর ঢাকা, নারায়ণগঞ্জ আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
৪। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।