সাইক্লোন মোখা আরও শক্তি বৃদ্ধি করে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এখন

দৈনিক তালাশ ডটকম :সাইক্লোন মোখা আরও শক্তি বৃদ্ধি করে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এখন ২৪০ কিমি/ঘন্টা(1min) বেগের বিধ্বংসী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।যা দমকা হাওয়া সহ ২৮৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।এটি আজ রাতে সুপার সাইক্লোনে পরিণত হওয়ার ঝুঁকি থেকে যায়।এটি আগামীকাল দুপুর থেকে বিকালের মধ্যে কক্সবাজার জেলার নিকট দিয়ে ক্যাটেগরি ৪ (২০৯–২৫১) মাত্রার প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে বাংলাদেশ– মায়ানমার উপকূল অতিক্রম করতে পারে।সম্পূর্ণ চট্টগ্রাম বিভাগের উপকূলে বিশেষ সতর্কতা জরুরি। সকালের মধ্যেই সাইক্লোন সেল্টারে অবস্থান করুন। কোনভাবেই দেরি করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *