নারায়ণগঞ্জে রি-রোলিং শ্রমিক ফ্রন্টের সমাবেশ

দৈনিক তালাশ ডটকম :রূপগঞ্জের ভুলতায় অবত রহিমা ইস্টিয়াল কমপেক্স লিমিটেডে শ্রমিক হত্যার জন্য দায়ী মালিককে অবিলম্বে গ্রেফতার ও সর্বোচ্চ শা এবং নিহতদের আজীবন আয়ের সমান ˙তিপূরণ ও আহতদের সুচিকিৎসা,উপযুক্ত তিপূরণ ও পূনর্বাসনের দাবিতে রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে আজ সকাল ১১ টায় কুতুবপুর দ˙নি রসুলপুরে রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট পাগলা শিল্পাঞ্চল শাখার কার্যালয়ের সামনে সমাবেশ ও এলাকায় বি˙ভ মিছিল অনুষ্ঠিত হয়। রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি জামাল হোসেনের সভাপতিতেˇ সমাবেশে বłব্য রাখেন রি-রোলিং স্টিল মিলস্ শ্রমিক ফ্রন্ট জেলার সাধারণ সম্পাদক এস.এম.কাদির, রি-রোলিং স্টিল মিলস্ শ্রমিক ফ্রন্ট পাগলা শিল্পাঞ্চল কমিটি সদস্য আলমগীর, চান মিয়া, হারćন ও ইউনুস। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, রূপগঞ্জের ভুলতায় অবতি রহিমা ইস্টিয়াল কমপেřক্স লিমিটেডে চুলি বিরণে অগিদগ্ধ হয়ে ইতিমধ্যে ৬ জন শ্রমিক মৃত্যুবরণ করেছে। ২ জন আশা জনকভাবে শেখ হাসিনা জাতীয় বার্ন ও পাস্টিক সার্জারী ইন্সটিটিউটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ৪ মে বিকালে এ ঘটনা ঘটে। উচ্চ ঝুঁকিপূর্ণ স্টিল এবং রি-রোলিং মিলগুলোতে যে ধরণের সেফটি ব্যবা থাকা দরকার, শ্রমিকদের সেফটি পোশাক থাকার কথা এর কোনটাই এখানে ছিল না।নির্বাপনেরও কোন ব্যবা ছিল না। ছাড়পত্র ছিল না বলে কলকারখানা পরিদর্শন অধিদপ্তর জানিয়েছে। বাবে মালিকের অতি মুনাফার লোভ, অবহেলা ও দায়িতˇহীনতার কারণে এ ঘটনা ঘটেছে। এটাকে দুর্ঘটনা বলা যায় না, এটা হত্যাকারি অবিলম্বে মালিককে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাদিতে হবে। নেতৃবৃন্দ আরও বলেন, শ্রম আইনে কর্ম˙েত্রে শ্রমিকের মৃত্যু হলে ২ ল˙ টাকা ˙তিপূরণ করা হয়েছে। মালিকের অবহেলায় মৃত্যু হলে কখনও ˙তিপূরণ এটা হতে পারে না। মালিকের অবহেলায় শ্রমিকের মৃত্যু হলে আইএলও কনভেনশন অনুযায়ী আজীবন আয়ের মানদ তিপূরণের বিধান করতে হবে।নেতৃবৃন্দ রহিমা ইস্টিয়াল কমপেřক্স লিমিটেডে শ্রমিকের মৃত্যুর জন্য মালিককে অবিলম্বে গ্রেফতার ও সর্বোচ্চ নিহতদের আইএলও কনভেনশন মোতাবেক আজীবন আয়ের সমান মানদ ˙তিপূরণ এবং আহতদের সুচিকিৎসা,উপযুক্ত,তিপূরণ ও পুনর্বাসনের দাবি করেন। একই সাথে নেতৃবৃন্দ কারখানা দেখভাল করার জন্য নিয়োজিত সরকারি কতৃপ’র দায়িতˇরতদের ব্যাপারেও শাÍমূলক ব্যবা নেয়ার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *