দৈনিক তালাশ ডটকম:নারায়ণগঞ্জ জেলা ডিবি(সদর জোন) পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে অদ্য ১৩/০৫/২০২২ তারিখ ০০.৫৫ ঘটিকার সময় ফতুল্লা মডেল থানাধীন আজমেরিবাগ সাকিনস্থ মডেল গার্মেন্টস রোডগামী আলমগীর সাহেবের ০৬(ছয়) তলা ভবনের সামনে হইতে আসামী ১। মোসা: রুকসানা আক্তার রুনা (৩৫), পিতা- মৃত ডিসান মিজি, সাং দক্ষিন বারোগাঁও (সাবেক মেম্বর কাওছার মিজির বাড়ির পাশে), থানা- মতলব(দক্ষিন), জেলা-চাঁদপুর, এ/পি-আজমেরিবাগ মামুন মিয়ার বাড়ির ভাড়াটিয়া, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ, ২। মো: শফিকুল ইসলাম পাপ্পু (৩০), পিতা-মো: এমদাদ হোসেন বাবু, সাং-পশ্চিম তল্লা (জানে আলম বিপ্লব এর বাড়ির পাশে), থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ, ৩। মোঃ ফয়সাল (২৫), পিতা-মো: উজ্জল, সাং সাগুতা, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা, এ/পি- সাং দক্ষিন কায়েমপুর আনোর গলি, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ’দের ১০০০(একহাজার) পিচ ইয়াবা সহ গ্রেফতার করেছে।তার বিরুদ্ধে ফতুল্লা থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন । জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।