দৈনিক তালাশ ডটকম :রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জে চারটি প্রতিষ্ঠানে যৌথ অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানকে ৪ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব-১১। অভিযানের নেতৃত্ব দেন র্যাব-১১’র কোম্পানী কমান্ডার পুলিশ সুপার এম.এম মাহমুদ হাসান, পিপিএম (বার) ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান।এসময় উপস্থিত ছিলেন, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নারায়ণগঞ্জের জয়েন্ট সেক্রেটারী বিল্লাল হোসেন রবিন।বুধবার (১০ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত রূপগঞ্জের তারাবো দক্ষিনপাড়া, সিদ্ধিরগঞ্জে মিজমিজি বাতান রোড ও দক্ষিন নিমাইকাশারী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।সেলিমুজ্জামান জানান, অবৈধ প্রক্রিয়ায় ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাত করার অপরাধে রূপগঞ্জের তারাবো দক্ষিপাড়া এলাকায় মেসার্স জীবন ফুড প্রডাক্টকে ভোক্তা অধিদপ্তর আইন ২০০৯ এর ৩৭, ৪৩ ও ৪৫ ধারায় ২ লাখ টাকা, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ও ত্রুটিযুক্ত ল্যাব টেস্টসহ অন্যান্য অপরাধে ৩৭, ৪৩ ও ৪৫ ধারায় ১ লাখ টাকা, সিদ্ধিরগঞ্জের মিজমিজিতে গ্যালাক্সি প্লাস্টিক কারখানাকে অবৈধ প্রক্রিয়ায় প্লাস্টিক পণ্য তৈরী করার অপরাধে ৪৩ ধারায় ১ লাখ টাকা এবং নিমাকাশারী এলাকায় অবৈধ প্রক্রিয়ায় ভেজাল জুস তৈরী ও বাজারজাত করার অপরাধে ৩৭, ৪৩ ও ৪৫ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া বিপুল পরিমান উৎপাদিত জুস ধংস করা হয়।