দৈনিক তালাশ ডটকম :আড়াই হাজার প্রতিনিধি আড়াই হাজারে ৫০ বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা বলছেন, নিহত ওই ব্যক্তি ডাকাত ছিলেন শনিবার (৬মে) সকাল ১১টার দিকে আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের মাধবদী এলাকার ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয় নিহত ব্যক্তির নাম আমির হোসেন সে সোনারগাঁও উপজেলার বিষনাদী গ্রামের সরাফত আলীর ছেলে।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক তৈয়ব জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মাধবদী এলাকার ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তাকে পিটিয়ে ও মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। তিনি সোনারগাঁয়ের তালিকাভুক্ত ডাকাত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি ওসি আরও জানান, ডাকাতির ভাগবাটোয়া নিয়ে নিজেরাই এই ঘটনা ঘটাতে পারে। এই হত্যাকাণ্ড নিয়ে তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।